কালীপুজোর প্রতিমা বিসর্জনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার কালীপুজোর পরেই ১৩ অক্টোবর জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জনের সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শনিবার এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে কালীপুজোর প্রতিমা বিসর্জন করা যাবে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে ১৪ ও ১৫ নভেম্বরের মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করতে হবে।
পুজোর সময় আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি রাজ্য জুড়ে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
বড় বড় পুজো মণ্ডপে সিসিটিভি-র নজরদারিও চালানোর পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে।