উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে রয়েছে ইভিএম জালিয়াতি। রবিবার দলীয় সভায় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ককে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও।
শুভেন্দুর দাবি, সব ভোটের মেশিনই পাল্টানো হয়েছে। বেহালা পূর্বের মেশিন গোনা হয়েছে গোসাবায়। এক একটি বুথে বিজেপির কর্মীসংখ্যা যা, পদ্মপ্রতীকে সেই ক'টি ভোটও আসেনি। গোসাবা ও দিনহাটায় একটি দল ৮৬-৮৭ শতাংশ ভোট কী করে পায়, এশ্ন তুলে ইভিএম বদলের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
বিজেপি কর্মী খুনের ঘটনায় জেলে যাবে ১১ তৃণমূল নেতা, বললেন শুভেন্দু
তাঁকে পাল্টা বিঁধেছে শাসকদলও। নন্দীগ্রামে ইভিএমের জন্যই অনৈতিকভাবে জিতেছিলেন, এটা শুভেন্দু অধিকারী মেনে নিচ্ছেন তো? প্রশ্ন তুলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।