শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী মৃত্যু মামলায় প্রথম গ্রেফতার! সিআইডি-র হাতে গ্রেফতার হলেন এক পুলিশ অফিসার।জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দুর নিরাপত্তারক্ষীর মারা যাওয়ার সময় এসআই ছিলেন সুশান্ত যশ। শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে যে ২৬ জন রক্ষী ছিলেন, তাঁদের ইনচার্জ ছিলেন সুশান্ত যশ নামে এই পুলিশ অফিসার। বর্তমান তিনি তমলুক পুলিশ লাইনে কর্মরত ছিলেন।রবিবার দুপুর ২টো ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ওই পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ চালান সিআইডির দুই আধিকারিক। শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর দিন ঠিক কী ঘটেছিল তা তাঁর কাছে জানতে চাওয়া হয়। সিআইডি সূত্রে খবর, ওই এসআই-র দেওয়া তথ্যে বিস্তর অসঙ্গতি দেখা যায়। এর পর তাঁকে গ্রেফতার করা হয়।