বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু তদন্তে এবার তত্কালীন নিরাপত্তারক্ষীকে তলব করল সিআইডি ।
নিরাপত্তায় থাকা এএসআই-সহ কাঁথি হাসপাীতালের কয়েকজন চিকিত্সককেও তলব করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে হাসপাতালের রিপোর্টও।
ইতিমধ্যেই শুভব্রতের ১১ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকেলে তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনেপৌঁছন তদন্তকারীরা। প্রতিনিধি দলে ছিলেন ৪ তদন্তকারী। পুলিশ লাইনে থাকা মোট ১১ জন শুভব্রতের তৎকালীন সহকর্মী। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি দলের প্রতিনিধিরা।
প্রায় ৭ ঘণ্টা ধরে চলে টানা জিজ্ঞাসাবাদ। তবে তদন্তের স্বার্থে এখনই এনিয়ে কিছু বলতে রাজি হননি তদন্তকারীরা