‘পরীক্ষাই দেয়নি কিন্তু বহাল তবিয়তে শিক্ষক মাসোহারা নিচ্ছেন।’ শিক্ষক দিবসের দিনে এই ভাষাতেই রাজ্যের টেট দুর্নীতি নিয়ে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subvendu Adhikari)।
বিকাশভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টার কথা তুলে দুর্নীতি, স্বজনপোষণ সহ গোটা শিক্ষা দফতরের চরম দুর্দশায় রয়েছে বলে রাজ্য সরকারকে খোঁচা দেন তিনি।
রবিবার কাঁথিতে ‘শিক্ষক দিবস’-এর এক অনুষ্ঠানে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক।
তাঁর দাবি, এ রাজ্যে অনেক শিক্ষকই চাকরির পরীক্ষা না দিয়েই কাজ পেয়েছেন। আর তাঁরা বেতনও পাচ্ছেন। এঁরা ভুয়ো শিক্ষক বলে মন্তব্য করতে শোনা যায় শুভেন্দুকে।