আজ মহাসপ্তমী। উৎসবের তুঙ্গ মূহুর্ত উপস্থিত। সকাল থেকে নতুন জামাকাপড়ে সেজে রাস্তায় বেরিয়ে পড়েছে কলকাতার যৌবন। মণ্ডপে মণ্ডপে চলছে সকালবেলার আড্ডা।
মহাষষ্ঠীর রাতে ভিড়ে উপচে পড়েছিল কলকাতা। সপ্তমীতেও একই ধারা বজায় থাকবে বলে মত কলকাতা পুলিশের। আনন্দের মাঝেও উদ্বেগ বাড়ছে করোনা (Coronavirus) নিয়ে। বহু জায়গায় করোনাবিধি ঠিক ভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ।
বছরে এমন লগ্ন তো মাত্র একটিবারই আসে। তাই প্রাণ ভরে আনন্দ করুন উৎসবে। মহাসপ্তমীর আলোয় উজ্জ্বল হয়ে উঠুক জীবন। তবে, করোনাবিধি মানতে ভুলবেন না৷ উৎসবে মাতুন, তবে মাস্ক পরাটা কিন্তু মাস্ট।