বর্ধমান পূর্বের দলত্যাগী সাংসদ সুনীলকুমার মণ্ডলের সাংসদ পদ খারিজের জন্য লিখিতভাবে আবেদন করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই আবেদন করেন তিনি। এই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ করা হয় তার জন্যও অনুরোধ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতবছর ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীলকুমার। দলত্যাগবিরোধী আইন অনুসারে তাঁর সাংসদ পদ খারিজ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।