টেলিভিশনের জনপ্রিয় শো 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালকের দায়িত্ব থেকে বিরতি নিলেন রচনা ব্যানার্জী(Rachana Banerjee) । তাঁর জায়গায় এবার সঞ্চালকের দায়িত্ব সামলাবেন 'রান্নাঘর'-এর সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) । তবে এই বদলটা সাময়িক । সম্প্রতি, বাবাকে হারিয়েছেন রচনা । তাই সবটা সামলে উঠতে কিছুদিন সময় লাগবে তাঁর । তাই আপাতত, জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে (Sourav Das) নিয়েই দিদিদের সঙ্গে খেলবেন সুদীপা ।
সুদীপা, সৌরভকে নিয়ে নতুন প্রোমো ইতিমধ্যেই সংশ্লিষ্ট চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়েছে । এখন চলছে পিকনিক এপিসোড । প্রোমোর ঝলক নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুদীপা ।
আরও পড়ুন, Kamal Haasan tests positive for Covid: কোভিডে আক্রান্ত হলেন কমল হাসন, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি
টানা প্রায় দশ বছর ধরে দিদি নম্বর ওয়ান-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা ব্যানার্জী । বলতে গেলে, এই শোকে এক অন্যমাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি । সে কারণে তাঁকে দর্শক মিস করছেন বটেই। অন্যদিকে দুই নতুন সঞ্চালককেও সাদর অভ্যর্থনা জানিয়েছেন তাঁরা।