তিনটি কৃষি আইন বাতিল প্রসঙ্গে সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী(Sujan Chakraborty) এই জয়কে ‘ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের জয়’ বলে অভিহিত করেছেন। তবে তিনি প্রশ্ন তোলেন কেন এত দেরি হল এই তিনটি কৃষি আইন(Farm Bills) বাতিলের সিদ্ধান্ত নিতে।
পাশাপাশি তিনি বলেন বেআইনিভাবে শুধুমাত্র উদ্ধত্য দেখাতেই এই আইন করা হয়েছিল। সিপিআইএমের(CPIM) কেন্দ্রীয় কমিটির এই সদস্যের কথায়, কৃষকরা টানা একবছরের আন্দোলনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে, যে যতই পরাক্রমশালী হোক না কেন, ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য। স্বাধীনতা পরবর্তী সময়ে এই কৃষক আন্দোলন(Farmer Protest) ভারতের রাজনৈতিক ইতিহাসে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত সুজন চক্রবর্তীর(Sujan Chakraborty)।
আরও পড়ুন- CPM, Farm Bill: কৃষকদের ঐতিহাসিক জয়! আন্দেলনকারীদের অভিনন্দন জানাল সিপিএম
অন্যদিকে, কৃষি আইন প্রত্যাহার ইস্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(Adhir Chowdhury) প্রশংসা করেছেন কৃষকদের এই লড়াকু মানসিকতার। পাশাপাশি, মোদীকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। তাঁর কথায়, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন কৃষকরা আর তাঁর পাশে নেই।