বঙ্গ বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) পেশায় উদ্ভিদবিদ্যার অধ্যাপক। নামের পিছনে রয়েছে পিএইচচি ডিগ্রি৷ বয়স মাত্র ৪৩। একসময় মোহন ভাগবতের স্নেহভাজন ছিলেন। দলের অন্দরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ঘনিষ্ঠ বলে পরিচিত। ডাকসাইটে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সম্পর্কে তাঁর পিসি।
কিন্তু এই সবকিছু পেরিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সবচেয়ে বড় পরিচয়, তিনি সংঘ পরিবারের অত্যন্ত আস্থাভাজন। ঠিক যেমন ছিলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পরবর্তী সভাপতি হিসাবে সুকান্তর নাম প্রস্তাব করেছিলেন দিলীপ ঘোষই। তাতে সম্মতি ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও। স্বাভাবিক। কারণ, স্কুলজীবন থেকেই আরএসএস-এর কর্মী হিসাবে সক্রিয় সুকান্ত। বঙ্গ বিজেপির অনেক 'হেভিওয়েট' নেতাই কিন্তু তা নন।
Sukanta Majumdar: গরুর দুধে সোনা? দিলীপের পাশে দাঁড়ালেন সুকান্ত
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের জন্ম ১৯৭৯ সালের ২৯ ডিসেম্বর তাঁর জন্ম। বোটানিতে পিএইচডি জমা দিয়েছেন ২০১৮ সালে। পরের বছর, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের অর্পিতা ঘোষকে পরাস্ত করে বালুরঘাট থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ। পেশায় বটানির অধ্যপকের সঙ্গে আরএসএসের সংযোগ বহুদিনের।
বালুরঘাটের সাংসদের সঙ্গে আরএসএস-এর 'ঘরের লোক' তথা রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কিছুটা নেপথ্যের চরিত্র অমিতাভ চক্রবর্তীরও ভালো সম্পর্ক। তরুণ প্রজন্মের এই নেতার উত্থান নজরকাড়া। উত্তরবঙ্গের বাইরেও জঙ্গিপুর এবং সমশেরগঞ্জ উপ-নির্বাচনেও সুকান্তকে বাড়তি দেওয়া হয়েছে।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত উত্তরবঙ্গে আরএসএস-এর সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এক সময় উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন মোহন ভাগবত। সেইসময় সংগঠন বিস্তারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুকান্ত মজুমদারের। মোহন ভাগবত তাঁর কাছ থেকেই সংগঠনের খোঁজখবর নিতেন। ২০০৭ সালে উত্তরবঙ্গে আরএসএসের সংগঠন শক্তিশালী হওয়ায় তিনি শীর্ষ নেতৃত্বের নজরে পড়ে যান। NRC, CAA নিয়ে সুকান্তের প্রচারও নজর কেড়েছিল শীর্ষ নেতৃত্বের।
সুকান্ত মজুমদারের আরও একটা পরিচয় রয়েছে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নিকট আত্মীয়। দেবশ্রী তাঁর পিসি। ২০১৯ সালে বালুরঘাট থেকে দেবশ্রীর লড়াই করার কথা উঠেছিল। কিন্তু তাঁকে রায়গঞ্জে প্রার্থী করে বিজেপি। বালুরঘাটে প্রার্থী হন সুকান্ত। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড় সত্ত্বেও তাঁর কেন্দ্রে সম্মানজনক ফল করেছে বিজেপি। জিতেছে তিনটি কেন্দ্রে।
উচ্চশিক্ষিত, তরুণ এবং আরএসএস ঘনিষ্ঠ- রাজ্য বিজেপির শীর্ষপদে সুকান্তের অভিষেকের নেপথ্যে এই তিন সমীকরণ।