গরুর দুধে কি সোনা আছে? এই বিতর্কে দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাশেই দাঁড়ালেন তাঁর উত্তরসূরী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে সুকান্তকে প্রশ্ন করা হয়, গরুর দুধে সোনা আছে বলে তিনি বিশ্বাস করেন কিনা। সুকান্তের পাশেই তখন বসে রয়েছেন দিলীপবাবু। ঘুরিয়ে তাঁকেই সমর্থন করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি।
Sukanta Majumdar: বঙ্গের 'তালিবানিকরণ' করছে তৃণমূল, শহরে পা রেখেই 'আক্রমণাত্মক' সুকান্ত
তাঁর দাবি, মোচা খেলে শরীরে আয়রন হয়, একথা সঠিক। কিন্তু সেই আয়রন দিয়ে লোহার তৈরি করা যায় না। তেমনই দিলীপ ঘোষের মন্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যম। তিনি যা বলেছিলেন, তা গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও বলেছেন। এই বিষয়ে গবেষণাও হয়েছে।