রাজ্য পুলিশের DG পদে নিয়োগ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে (Supreme Court) ধাক্কা খেল রাজ্য সরকার। ইউপিএসসি-কে (UPSC) বাদ দিয়ে ডিজিপি পদে নিয়োগের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও, বি আর গাবাই, এবং বি ভি নাগারত্নার বেঞ্চ রাজ্য সরকারের আবেদন শুনতেই রাজি হয়নি। সুপ্রিম কোর্টের মতে এটি আইনি প্রক্রিয়ার অপব্যাবহার।
বিচারপতি বলেন, এই আবেদন আগেই খারিজ হয়েছে। তাহলে কেন একই আবেদন নিয়ে এসে আদালতের সময় নষ্ট করছে রাজ্য সরকার? আবেদন প্রত্যাহার করার নির্দেশ দেয় শীর্ষ আদালত, জানানো হয় প্রত্যাহার না হলে খারিজ করা হবে। এরপরই আবেদন প্রত্যাহার করে নেন রাজ্য সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা।