শুক্রবার থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। তার আগে বৃহস্পতিবার নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এর আগে গত ৮ জুনও শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছিলেন শাহ। সেবার শুভেন্দুর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
আসন্ন বিধানসভা অধিবেশনে বিজেপির রণকৌশল কী হবে তা নিয়েই শাহের সঙ্গে আলোচনা করেছেন শুভেন্দু। এমনই খবর বিজেপি সূত্রে। পাশাপাশি, রাজ্যে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সন্ত্রাস নিয়েও আলোচনার কথা রয়েছে।