বিধানসভায় একক সংখ্যা গরিষ্ঠতা লাভের পর থেকেই জাতীয় রাজনীতিতেও ফ্রন্ট ফুটে মমতা। দেশজুড়ে ক্রমশ বাড়ছে তৃণমূল সুপ্রিমোর জনপ্রিয়তা। সুদূর দক্ষিণে, জয়ললিতার রাজ্যেও তাঁর নামে লেখা হচ্ছে দেওয়াল লিখন।
সম্প্রতি তামিলনাড়ুতে দেখা গিয়েছে মমতার ছবি আকা দেওয়াল লিখন, লেখা ‘মমতা আম্মা’। ২১ জুলাইয়ের ডাক দেওয়া হয়েছে ওই দেওয়াল লিখনে। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটানা তিনবার ক্ষমতায় থাকা নিশ্চিত করার পর এ বছরের ২১শে জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানকে জাতীয় স্তরে তুলে ধরার পরিকল্পনা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আগেই জানানো হয়েছে, ভার্চুয়ালি গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মমতার ভাষণ। এলইডি স্ক্রিন লাগিয়ে দিল্লিতে সম্প্রচার করা হবে মুখ্যমন্ত্রীর বক্তৃতা। তার পরেই প্রকাশ্যে এল তামিলনাড়ুর দেওয়াল লিখনের ছবি। মমতাকে ‘আম্মা’ হিসেবে তুলে ধরার বিষয়টি যথেষ্ট ইঙ্গিতবাহী, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সে রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা, সারা তামিলনাড়ুবাসীর কাছে ছিলেন 'আম্মা'। মমতার মধ্যে কি তবে 'আম্মা'রই ছায়া দেখতে পাচ্ছেন সে রাজ্যের মানুষ?