আজ বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের(Tashlima Nashreen) ৫৯’তম জন্মদিন।
সোশ্যাল মিডিয়ায় তসলিমা ভক্তরা তসলিমার (Tashlima Nashreen)ছবিসহ লেখা টি-শার্ট পড়ে জন্মদিন পালন করছেন।জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মানববাদী, নারীবাদী, মৌলবাদ বিরোধি লেখক তসলিমা নাসরিনের জন্মবার্ষিকীতে ফেসবুকের টাইমলাইন ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তায়।
রাষ্ট্রকে ভালবাসা নাসরিন (Tashlima Nashreen)বাংলাদেশ থেকে নির্বাসিত। কিন্তু বর্তমান সময়ও কাজের ফাঁকে মাঝে মাঝেই স্মৃতিমেদুর হয়ে পড়েন মাতৃভূমির জন্যে।তবে একটি মাত্র জীবনে মানুষের যে দেশেই হোক না কেন, কাটিয়ে দিতে পারেন। সে জন্যে বিন্দুমাত্র আক্ষেপ নেই তসলিমার।
জন্মভূমি তো তাঁকে টানে অবশ্যই, সংবাদ মাধ্যমের এক- একটি সাক্ষাৎকারে ময়মনসিংহের কথা জিজ্ঞেস করলে লেখিকাকে বারবারই স্মৃতিমেদুর হয়ে পড়তে দেখা গেছে।
১৯৯২ এ নির্বাচিত কলাম নামক তার বিখ্যাত প্রবন্ধসংকলনের জন্য তসলিমা আনন্দ পুরস্কারে সম্মানিত হন। ৯৩ এ অতলে অন্তরীণ, বালিকার গোল্লাছুট ও বেহুলা একা ভাসিয়েছিল ভেলা নামক আরো তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
স্বদেশ ছেড়ে প্রবাসে থেকেও আজও বাঙালির অন্তরে রয়েছেন তসলিমা(Tashlima Nashreen)। লেখিকার জন্মদিনে রইল আমাদের অনেক শুভেচ্ছা