শ্রাবন্তী চট্টোপাধ্যায় দলত্যাগ করায় বিজেপির ঘাড় থেকে ভূত নামল। এমনই দাবি তথাগত রায়ের।
বৃহস্পতিবার টুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, বিজেপির ঘাড় থেকে একটা ভূত নামল। এজন্য বিজেপির কালীঘাটে পুজো দেওয়া উচিত। তিনি যে এতদিন দলে ছিলেন, সেটাই তো জানতাম না । তথাগতর তীর্যক মন্তব্য, তিনি যে রাজ্যের উন্নয়নের জন্য তিনি এত গভীরভাবে চিন্তা করেন, তা জানতে পেরে আমি অভিভূত।
BJP, Dilip Ghosh: 'শুভেন্দুকে নিয়ে অসন্তোষ আগে থেকেই ছিল...', আর কী বললেন দিলীপ ঘোষ?
শ্রাবন্তীর দলত্যাগ সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, উনি কোনও কারণ জানাননি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দল ত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না। তিনি দলে থাকলে ভালো হত। কারণ, তিনি বিজেপির প্রার্থী ছিলেন। কিন্তু বিজেপি কোনও ব্যক্তিভিত্তিক রাজনীতি করে না। কোনও মুখের ওপর দল নির্ভরশীল নয়। সংগঠনের ভিত্তিতে বিজেপি দল চলে। সংগঠনের কেউ গেলে বিজেপির ক্ষতি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দল ত্যাগে কোনও ক্ষতি হবে না।