বঙ্গ বিজেপি-র দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তথাগত রায়ের মধ্যে বাক-বিতণ্ডা চলছেই। জয় বন্দ্যোপাধ্যায়ের দলবদল প্রসঙ্গে শনিবার নাম না করে দিলীপ ঘোষ আক্রমণ করেন তথাগত রায়কে। বলেন, এত এতই অসুবিধা হলে উনি দল ছেড়ে দিতে পারেন। এবার তার পাল্টা দিলেন তথাগত রায়। জানালেন, দিলীপ ঘোষকে তিনি সিরিয়াসলি নিচ্ছেন না।
রবিবার আরও একটি টুইট করে তথাগত বাবু জানিয়ে দেন, আপাতত দল ছাড়ছেন না তিনি, যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাবেন। দল ছাড়তে পারলে অনেক গোপন কথা ফাঁস করতে পারতেন, এমন ইঙ্গিতও দেন বিজেপি নেতা।
'কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন', তথাগত রায়কে খোঁচা দিলীপ ঘোষের
একুশের বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের ভরাডুবির পর থেকেই বঙ্গ BJP নেতৃত্বের সঙ্গে সংঘাত চরমে ওঠে তথাগত রায়ের। তিনি কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ একাধিক নেতাকে আক্রমণ করেন। ভোটে খারাপ ফলাফলের জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ি করেন তিনি।