প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের (Tathagata Roy) টুইট ঘিরে শুরু হল তীব্র জল্পনা।
"আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি।" (West Bengal BJP) এই টুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়। এই টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। কী পদক্ষেপ নিতে চলেছেন বর্ষীয়ান এই রাজনীতিক তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
Dilip Ghosh: প্রাতঃভ্রমণে দিলীপকে 'খেলা হবে' বলল তৃণমূল, পাল্টা শুনল, 'ত্রিপুরা কাপ..'
টুইটারে তথাগত লিখেছেন, 'কারুর কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি ট্যুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন, সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করেছিলাম। এবার ফলেন পরিচিয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি।'