‘তথাগত কাঁটা’ যেন পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির(BJP West Bengal))। আবার 'টুইট বোমা' ফাটালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)। এবার তিনি দাবি করেছেন বিজেপির(BJP) অন্দরে ঢুকে রয়েছে পিকে অর্থাৎ তৃণমূলের(TMC) ভোটকুশলী প্রশান্ত কিশোরের(PK) ভাড়া করা লোক।
এই চাঞ্চল্যকর দাবির স্বপক্ষে এক বিজেপি(BJP) কর্মীর কথা উদ্ধৃত করে মঙ্গলবার পর পর দুটি টুইট করেন মেঘালয়ের(Meghalaya) প্রাক্তন রাজ্যপাল।
প্রথম ট্যুইটে তথাগত রায়(Tathagata Roy) ‘একজন একনিষ্ঠ বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া’ কথাটির উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে(Sukanta Majumder) ট্যাগ করে লিখেছেন, ‘স্যার, আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না, আমাদের আমাদের পাশের গ্রামে একজন আমাকে বলছিল ২০২১-এর বিধানসভা ভোটের আগে পিকের টিম থেকে অনেকেই ফোন করছিল। আমাদের এখানকার একজন শিক্ষিত যুবককে ফোন করেছিল...’
মঙ্গলবার সকালে করা তাঁর দ্বিতীয় ট্যুইট, ‘তাকে ফোন করে বলছিল ১৩ হাজার টাকা করে মাইনে দেবে বিজেপিতে(BJP) যোগ দিয়ে তৃণমূলের(TMC) হয়ে কাজ করার জন্য। তাই আমার মনে হয়, বিজেপি-তে এখনও নিচের তলায় এরকম অনেক পিকের মাইনে দেওয়া কর্মী আছে। যত দিন না এদের চিহ্নিত করা যাবে, বিজেপিকে জেতানো অসম্ভব।’
আরও পড়ুন- Alapan Bandopadhyay: আলাপন বন্দ্যোপাধ্যায়ের CAT মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর থেকেই বাংলার ভোটে তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বঙ্গ বিজেপিকে(BJP West Bengal) লাগাতার আক্রমণ করে চলেছেন তথাগত রায়(Tathagata Roy)। ফলে বারংবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে(BJP)। মঙ্গলবার সকালে তাঁর টুইটের জোড়া ফলা এবার নতুন করে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেললো বলেই মতো রাজনৈতিক মহলের।