বিধানসভা নির্বাচনে দু'শোর বেশি আসনে জিতে সরকার গড়ার কথা বলেছিলেন অমিত শাহের মতো নেতারা। কিন্তু বাস্তবে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি৷ বিপুল সংখ্যক আসনে জিতে সরকার গড়েছে তৃণমূল। পরাজয়ের পরেই বিজেপি নেতৃত্বের একাংশকে আক্রমণ করেন তথাগত রায়। তিনি জানান, তৃণমূল থেকে একের পর এক নেতাকে দলে এনে টিকিট দেওয়ার খেসারত দিতে হয়েছে বিজেপিকে। সিনেমা জগতের তারকাদের দলে নেওয়া নিয়েও সরব হন তিনি। এবার তিনি পরাজয়ের কারণ সংক্রান্ত একটি রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বের হাতে তুলে দেবেন। লকডাউন শেষ হলে দিল্লি যাবেন বলে জানিয়েছেন তথাগত রায়।