কেন্দ্রীয় নেতৃত্ব তলব করলেও এখনই দিল্লি যাচ্ছেন না বিজেপি নেতা তথাগত রায়। বরং, নিজের অভিযোগকে আরও জোরদার করতে দিল্লির নেতাদের চিঠি দেবেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণকে তথাগত জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত। আইসোলেশনে রয়েছেন, যদিও এখন অনেকটাই সুস্থ। কিন্তু রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত দিল্লি যেতে পারবেন না। তবে এ বার আর মৌখিক নয়, লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন তথাগত। কারও নাম উল্লেখ না করলেও ভোটের আগে বিজেপি-তে যোগ দেওয়া নেতাদের একাংশকে ‘চোর, লম্পট, বদমায়েশ, দুশ্চরিত্র’ বলে আঙুল তুলেছেন তিনি। দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়দের আক্রমণ করেছেন তথাগত। কটাক্ষ করেছেন তারকা প্রার্থীদেরও।