জীবন যত জটিল হচ্ছে, হারিয়ে যাচ্ছে সহজ সুন্দর অনুভূতিগুলো। তাই তো এমন শাশ্বত এক মুহূর্ত ক্যামেরাবন্দি হলেই তা মন জয় করে নেয় কোটি কোটি মানুষের। তিন দাদা ইশকুল সেরে ফিরছে। আর দাদাদের ফিরতে দেখে টলমল পায়ে দৌড়ে যাচ্ছে তাঁদের একরত্তি বোনটা। হাঁটতে শিখেছে সদ্য। বোনকে এগিয়ে আসতে দেখে দাদারাও আত্মহারা। ছুট্টে গিয়ে জড়িয়ে ধরছে বোনকে। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ওদের মা। আর লিখেছিলেন, প্রতিদিন এই একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়।
সহজ, সুন্দর, সাবলিল একটা মুহূর্ত, যে অনুভূতি চিরকালীন। এই ভিডিও তাই মনে ধরেছে নেটিজেনদের। তারপর থেকেই দেদার শেয়ার হচ্ছে নানা সোশ্যাল মিডিয়ায়