কোভিড সংক্রমণের হার (Covid Infection percentage) নিয়ে তরজা কেন্দ্র ও রাজ্যের। কেন্দ্রের হিসাব মানতে চাইছেন না রাজ্যের স্বাস্থ্যকর্তারা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গেছে গত সপ্তাহে রাজ্যে সংক্রমণের হার ছিল ৫.১ শতাংশ। রাজ্যের দাবি, সংক্রমণের হার এর অর্ধেক। তা নিয়েই চলছে তরজা।
কেন্দ্র ও রাজ্য পদ্ধতির পার্থক্যেই সংক্রমণের তথ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যকর্তাদের দাবি, গত সপ্তাহে রাজ্যের সংক্রমণ ছিল ২.৫৪ শতাংশ। কেন্দ্রের হিসেবে তা দ্বিগুণ। রাজ্যের স্বাস্থ্যকর্তারা বলছেন, স্বাস্থ্যকেন্দ্র ধরে সংক্রমণের হিসেব করছে না কেন্দ্র। তারা গুরুত্ব দিচ্ছে ঠিকানার ওপর। কিন্তু কলকাতা সংলগ্ন অনেক অঞ্চলের মানুষই শহরে এসে কোভিড পরীক্ষা করাচ্ছেন। আবার অনেকের পিনকোডও আলাদা। সেক্ষেত্রে তথ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে।
কেন গণ্ডগোল হচ্ছে, তা নিয়ে রাজ্যের স্বাস্থ্যকর্তারা যুক্তিও দিয়েছেন। বরানগর, বিরাটি বা মধ্যমগ্রামের মতো এলাকার বাসিন্দাদের পিনকোড কলকাতা। কিন্তু জেলার হিসেব করলে এরা উত্তর ২৪ পরগণার মধ্যে পড়ে। কেন্দ্রের হিসেবে এগুলো কলকাতার মধ্যেই যোগ হচ্ছে। আবার অনেক বেসরকারি পরীক্ষাগারেও নাম-ঠিকানা সঠিকভাবে নথিভুক্ত হচ্ছে না। সেক্ষেত্রেও কেন্দ্রের হিসেবে গণ্ডগোল দেখা দিচ্ছে।
স্বাস্থ্যকর্তাদের দাবি, রাজ্যের হিসেব পদ্ধতি কেন্দ্রের থেকে আলাদা। সংক্রমণের রিপোর্ট আসার পর সেগুলো প্রথমে সংশ্লিষ্ট জেলা বা পৌরসভায় পাঠিয়ে যাচাই করা হয়। কলকাতার মধ্যে হলে পুরসভায় পাঠিয়ে ঠিকানা দেখে তারপর রাজ্যের রিপোর্ট তৈরি হয়। তাই ভুলের সম্ভাবনা অনেক কম।