শহরে করোনা (Coronavirus) টিকার চূড়ান্ত আকাল। বিশেষ করে, মিলছে না কোভিশিল্ড টিকা৷ পর্যাপ্ত টিকা না থাকায় সোমবার পুরসভার টিকাকরণ কেন্দ্রগুলিতে বন্ধ থাকছে কোভিশিল্ড টিকাকরণ। এর জন্য কেন্দ্রীয় সরকারকেই দুষেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। তবে কোভ্যাকসিনের আকাল এখনই নেই৷ কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত কোভিশিল্ড না পাঠানোর জন্যই শহরে এই টিকা-সঙ্কট, এমনটাই দাবি কলকাতা পুরসভার (KMC)। কোভিশিল্ড বন্ধ থাকলেও দেওয়া হবে কোভ্যাকসিন। কলকাতায় কোভিশিল্ডের আকাল মেটেনি। মঙ্গলবার থেকে ফের বন্ধ থাকবে কোভিশিল্ড টিকাকরণ। ঘোষণা অনুযায়ী, সোমবার কেবল কোভ্যাকসিন টিকাই দেওয়া হবে।