দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে, A, B এবং Rh+ গ্রুপের রক্ত (Blood Group) যাদের শরীরে বইছে, তাদের কোভিড ১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। ওই একই সমীক্ষায় এও দাবি করা হয়েছে, যাঁদের O, AB, Rh- গ্রুপের রক্ত , তাঁদের করোনা সংক্রমণের (Covid 19 Infection) ভয় তুলনামূলক কম।
স্যার গঙ্গারাম হাসপাতালে ২০২০ সালের ৮ এপ্রিল থেকে ৪ অক্টোবর ভর্তি হওয়া ২৫৮৬ জন কোভিড আক্রান্ত রোগীকে নিয়ে গবেষণা চালানো হয়েছিল।
পর্যবেক্ষণ বলছে, বি ব্লাড গ্রুপের মধ্যে আবার মহিলাদের চেয়ে পুরুষদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি।ড়
তবে ব্লাড গ্রুপ এবং সংক্রমণের মাত্রা বা আক্রান্ত হয়ে মৃত্যুর হারের মধ্যে কোনও সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারেননি গবেষকরা।