কলকাতা পুরভোটেও (KMC Election 2021) সবুজ ঝড়। এর মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে সেরা উপহার ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়ের (Kajari Banerjee) জয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি ব্যবধানে জিতলেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের (Kartik Banerjee) স্ত্রী কাজরী দেবী। এর আগে কোনও দিন সরাসরি নির্বাচনে নামেননি তিনি। ২০২১ সালে পুরভোটে তাঁকে প্রার্থী করে দাঁড় করান তৃণমূল সুপ্রিমো। জানান, "তাঁর থেকেও বেশি ব্যবধানে জিতে এলে সেটাই হবে উপহার।" বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ৭৩ নম্বর ওয়ার্ডে ৫৮০০ ভোটের ব্যবধানে জেতেন। এবার পুরভোটে এই ওয়ার্ডে কাজরীর ভোটের ব্যবধান ৬৪৯৩। প্রাপ্ত ভোট ৯০৬৭।
আরও পড়ুন: মমতার ভ্রাতৃবধূ কাজরীর সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি
কাজরী বন্দ্যোপাধ্যায়ের বাপের বাড়ি বামপন্থী ঘরানার। বিবাহ সূত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য। দলের হয়ে দূর থেকে কাজ করলেও সরাসরি দল করেননি। পুরভোটে তাঁকেই প্রার্থী বেছে নেয় তৃণমূল কংগ্রেস।