কলকাতা পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। তালিকায় তেমন কোনও বড় চমক নেই। প্রার্থী হচ্ছেন মোট ৬ বিধায়ক। বিদায়ী মেয়র তথা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম প্রার্থী হচ্ছেন। প্রার্থী হচ্ছেন অতীন ঘোষ, দেবাশীষ কুমার, দেবব্রত মজুমদারের মতো হেভিওয়েট। জল্পনা থাকলেও প্রার্থী তালিকায় নাম নেই বাবুল সুপ্রিয়র। প্রার্থী হচ্ছেন সাংসদ মালা রায়। তবে আর এক সাংসদ শান্তনু সেন টিকিট পাচ্ছেন না।
Sougato Roy: নজরে লোকসভা, পুরসভা ভোটে জবরদস্তি নয়, তৃণমূলের সিদ্ধান্ত জানালেন সৌগত
তৃণমূলের ১২৬ জন বিদায়ী কাউন্সিলরের মধ্যে ৮৭ জন ফের টিকিট পাচ্ছে। ৩৯ জনকে এবার টিকিট দেওয়া হচ্ছে না। প্রার্থী তালিকায় আছেন ৬৪ জন, অর্থাৎ ৪৫ শতাংশ মহিলা।