ত্রিপুরা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) তৃণমূল(TMC) সাংসদদের সাথে বৈঠক করলেন। নর্থ ব্লকে বিকেল ৪টে নাগাদ শুরু হয় এই বৈঠক, চলে প্রায় ৩৫ মিনিট।
সোমবার বিকেলের এই বৈঠকে সায়নী ঘোষের(Sayoni Ghosh) গ্রেফতারি এবং ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রতিবাদ জানানো হয় বৈঠকে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee), সৌগত রায়(Sougata Roy), দোলা সেন(Dola Sen), ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien) সহ ১৭জন সাংসদ ছিলেন এই বৈঠকে। তৃণমূলের তরফে অমিত শাহকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বরাষ্ট্রমন্ত্রক। তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায় জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরায় আর সন্ত্রাস হবে না। সাংসদ দোলা সেন জানান, কেন্দ্র চাপের মুখে কৃষি আইন প্রত্যাহার করেছিল, ঠিক সেভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী চাপে পড়ে তৃণমূল(TMC) প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে রাজি হলেন।
সোমবার সকালে তৃণমূল(TMC) সাংসদের সঙ্গে দেখা করার সময় দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এরপর তৃণমূল সাংসদ অর্থ দফতরের বাইরে বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন।