কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। উত্তর, দক্ষিণ, মধ্য- অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।
তৃণমূলের হেভিওয়েটদের মধ্যে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম, মালা রায়, অতীন ঘোষ, পরেশ পাল, দেবাশীষ কুমার। নবাগত প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পাড়ায় এগিয়ে রয়েছে কাজরী বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় শশী পাঁজার মেয়ে পূজা, দক্ষিণ কলকাতায় চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু এগিয়ে। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহাও এগিয়ে রয়েছেন।
KMC election 2021: সকাল ৮ টা থেকে শুরু হল কলকাতা পুর নির্বাচনের গণনা, দুপুরের মধ্যেই জানা যাবে ফলাফল
বড়বাজারে নিজের ওয়ার্ডে এগিয়ে কংগ্রেসের সন্তোষ পাঠক। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ এগিয়ে। এখনও পর্যন্ত তিনটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, একটি করে ওয়ার্ডে বাম ও কংগ্রেস প্রার্থী এগিয়ে। নির্দল প্রার্থী একটি ওয়ার্ডে এগিয়ে।