করোনাভাইরাসের টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। চলতি বছরের শেষে কত শতাংশ ভারতবাসীর টিকাকরণ হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
প্রতি চারজন ভারতবাসীর (Indian) মধ্যে তিনজনের এখনও পর্যন্ত টিকাকরণ (Vaccination) সম্পূর্ণ হয়নি। ভ্যাকসিনের একটি ডোজ Single Dose) পেয়েছেন ৫৬.৮৮ শতাংশ। আর দুটি ডোজ (Double Dose) পেয়েছেন মাত্র ২৫. ৯৯ শতাংশ মানুষ। তাহলে ৩১ ডিসেম্বরের মধ্যে কত শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হতে পারে? ট্যুইটে করে কটাক্ষ তৃণমূল সাংসদ (TMC MP) ডেরেক ওব্রায়েনের (Derek O'Brien)।
Novavax: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র চেয়ে আবেদন নোভাভ্যাক্সের
ডেরেকের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, ৫ নভেম্বর পর্যন্ত সিঙ্গেল ডোজ পেয়েছেন ২৫.৯৯ শতাংশ। দুটি ডোজ পেয়েছেন ৫৬.৮৮ শতাংশ। আর এই তথ্য তুলে ধরেই তাঁর প্রশ্ন ৩১ ডিসেম্বরের মধ্যে কতজন প্রাপ্তবয়স্ক ভারতবাসীর টিকাকরণ হবে? উল্লেখ্য, কেন্দ্রের তরফে একাধিকবার দাবি করা হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রাপ্তবয়স্কদের টিাককরণ সম্পূর্ণ হবে।