পুরসভা নির্বাচনে (KMC election) কোনওরকম জবরদস্তি করবে না তৃণমূল। কারণ তার মূল্য চোকাতে হতে পারে লোকসভা নির্বাচনে। ২০১৯ সালের উদাহরণ টেনে এমন মন্তব্য করলেন দমদমের TMC সাংসদ সৌগত রায় (Sougato Roy)।
'আদালতকে মানে না তৃণমূল,' পুরভোটের বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, "দল সিদ্ধান্ত নিয়েছে কোনওরকম জবরদস্তি করা হবে না। পুরভোট শান্তিপূর্ণ ভাবে হবে। আমাদের কেউ অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হবে।" এরপর তিনি বলেন, "২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কোনও কোনও জায়গায় জবরদস্তি হয়েছিল। তার প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। আমরা আর এই ঝুঁকি নিতে পারি না।"