করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নতুন বিধিনিষেধকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কটাক্ষ, "স্কুল চালু থাকলে সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ হয়। বার খোলা থাকলে পার্টির নেতারা মৌজ-মস্তি করবে। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে।" যে নেতারা বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চাইছেন, তাঁদের দলত্যাগে বিজেপির কোনও ক্ষতি হবে না বলেও দাবি দিলীপের।