বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে মোদিকে চিঠি মমতার। ডিভিসির জল ছাড়ার বিরুদ্ধে নালিশ করলেন তিনি। শুধু তাই নয়, এর সাথে চেয়েছেন দ্রুত স্থায়ী সমাধান। তিনদিন আগেই বন্যা পরিস্থিতি দেখে আরামবাগে তিনি বলেছিলেন চিঠি দেবেন প্রধানমন্ত্রীকে। কথামতোই চিঠি লিখলেন নরেন্দ্র মোদীকে।
মমতা দাবি জানান ঝাড়খন্ড এবং বাংলাকে একসঙ্গে নিয়ে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিক কেন্দ্র। বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দিল্লির হস্তক্ষেপ চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে তাঁর দাবি ডিভিসি প্রতিবার না জানিয়ে জল ছাড়বে আর বাংলা ভেসে যাবে, তা হতে পারে না। বাংলার লক্ষ লক্ষ মানুষ বিপন্ন হচ্ছেন। একই ঘটনা বারবার ঘটে চলেছে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন কীভাবে দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি। মমতা স্পষ্ট করেছেন বাংলায় যে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী একমাত্র ডিভিসি।