BSF-এর এলাকা বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু পাঞ্জাবের(Punjab) পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও(West Bengal Assembly) এর বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। এই বিষয়ে আগামী ১৭ নভেম্বর একঘন্টার আলোচনাসভা হবে বিধানসভায়।
আগে BSF-এর এলাকা ছিল সীমান্ত থেকে ১৫ কিমি পর্যন্ত। এবার সেই এলাকা বাড়িয়ে করা হবে ৫০ কিমি। এর বিরুদ্ধে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে নিজে সরব হয়েছিলেন। তৃণমূলের(TMC) দাবি, কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো(Federal Structure) ভেঙে নিজের ক্ষমতা জাহির করতেই এই সীদ্ধান্ত নিয়েছে।
Terrorist Attack: বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে বড়োসড়ো সাফল্য সেনার, এনকাউন্টারে মৃত ৩ জঙ্গি
আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। সেখানেও কেন্দ্রের এই অহেতুক 'নাক গলানো' পছন্দ করছে না বাংলার সরকার। এই বিষয়ে সংসদের উভয় কক্ষেই সরব হবে তৃণমূল।
ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায়(Punjab Assembly) এই নতুন নির্দেশিকার বিপক্ষে প্রস্তাব পাস হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী(Punjab CM) চরণজিৎ সিং চান্নি এই পদক্ষেপকে 'যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ' বলে চিহ্নিত করেছেন।
এই পদক্ষেপকে 'একতরফা' এবং 'অযৌক্তিক' আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) পদক্ষেপটি ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
আগে BSF-এর এলাকা ছিল সীমান্ত থেকে ১৫ কিমি পর্যন্ত। এবার সেই এলাকা বাড়িয়ে করা হবে ৫০ কিমি। এর বিরুদ্ধে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে নিজে সরব হয়েছিলেন। তৃণমূলের(TMC) দাবি, কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো(Federal Structure) ভেঙে নিজের ক্ষমতা জাহির করতেই এই সীদ্ধান্ত নিয়েছে।
আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। সেখানেও কেন্দ্রের এই অহেতুক 'নাক গলানো' পছন্দ করছে না বাংলার সরকার। এই বিষয়ে সংসদের উভয় কক্ষেই সরব হবে তৃণমূল।
ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায়(Punjab Assembly) এই নতুন নির্দেশিকার বিপক্ষে প্রস্তাব পাস হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী(Punjab CM) চরণজিৎ সিং চান্নি এই পদক্ষেপকে 'যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ' বলে চিহ্নিত করেছেন।
এই পদক্ষেপকে 'একতরফা' এবং 'অযৌক্তিক' আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) পদক্ষেপটি ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।