একঝাঁক বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা। গান্ধমূর্তির পাদদেশে ধর্ণায় বসেছেন তৃণমূল (TMC) সাংসদরা। দুই তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen) এবং শান্তা ছেত্রী ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন। ধর্না চলাকালীন তৃণমূল সাংসদরাও প্রতিদিন সাংসপেন্ড হওয়া সাংসদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে কিছু সময় ধরনায় বসবেন।
রাজ্যসভার চেয়ারম্যানের প্রতি নজিরবিহীন ভাবে অশ্রদ্ধা প্রদর্শন, দুর্ব্যবহার এবং ইচ্ছাকৃত ভাবে নিরাপত্তারক্ষীদের উপর আক্রমণের অভিযোগে ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এঁদের মধ্যে আছেন দোলা ও শান্তা। বুধবারের ধর্ণায় রাহুল গান্ধী (Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়্গে সহ বিরোধী সাংসদরা আসেন। উপস্থিত ছিল মিমি চক্রবর্তী, কাকলী ঘোষ দস্তিদার সহ তৃণমূল সাংসদরা।