তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র পেশ করেন অর্পিতা। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তাঁর এই ইস্তফা বলে খবর তৃণমূল কংরেস সূত্রে।
২০২০ সালের এপ্রিলে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন অর্পিতা। তাঁর সাংসদ পদের মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত। মেয়াদ শেষের এত আগেই কেন তাঁকে সরতে হল, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, বিধানসভা ভোটের আগেই অর্পিতার ‘পারফরম্যান্স’ নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব খুশি ছিলেন না। প্রসঙ্গত, ২০০৭ সালে নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের সময় তৃণমূল ঘনিষ্ঠ হয়েছিলেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা। ২০১৪ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা থেকে তৃণমূলের টিকিটে ভোটেও জিতলেও ২০১৯ সালের লোকসভা ভোটে তিনি হেরে যান।