তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সভায় বাংলার মুখ্যমন্ত্রীর মুখে ত্রিপুরা ছাড়াও আরও একটি রাজ্যের নাম শোনা গিয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, ''ত্রিপুরাতে খেলা হবে, অসমেও খেলা হবে"। রাজনৈতিক মহলের জল্পনা, বার্তা অত্যন্ত স্পষ্ট। ত্রিপুরার পাশাপাশি অসমকেও পাখির চোখ করছে তৃণমূল।
অসমের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব (Sushmita Dev) সম্প্রতি দল বদলে তৃণমূলে এসেছেন। বরাক উপত্যকায় অত্যন্ত প্রভাবশালী দেব পরিবার। সুস্মিতার বাবা সন্তোষমোহন দেব সাংসদ ছিলেন। বাঙালিদের মধ্যে সুস্মিতার প্রভাব রয়েছে। তিনিও কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছিলেন। জল্পনা, তাঁকেই সামনে রেখে অসম দখলে ঝাঁপাবেন মমতা।