কলকাতা পুরসভার নির্বাচনে এবার একঝাঁক নতুন মুখকে টিকিট দিয়েছিল তৃণমূল। তাঁদের প্রত্যেকেই বড় ব্যবধানে জয় পেয়েছেন।
উত্তর কলকাতার শ্যামপুকুরের ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল শশী পাঁজার মেয়ে (Sashi Panja) পূজা পাঁজাকে। তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। দক্ষিণ কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল সৌরভ বসুকে (Sourav Basu)। তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে। এই ওয়ার্ডটি ২০১৫ সালে জিতেছিল বিজেপি। এবার সৌরভ সেটি পুনরুদ্ধার করলেন।
কসবার বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়জ আহমেদ খান ২০১৫ সালের মতো এবারও ৬৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন। ৬২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি।
যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রয়াত বাম নেতা ক্ষিতী গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। তিনিও জয়ী হয়েছেন। ইকবাল আহমেদের মেয়ে সানা আহমেদ এবারও জয় পেয়েছেন ৬২ নম্বর ওয়ার্ড থেকে।
KMC Election 2021: 'সবুজ' হল কলকাতা, কালীঘাটে উচ্ছ্বাস, 'দিদি'র সাফল্যে আপ্লুত মহিলাদের ঢল
বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা গত পুরসভা নির্বাচনে ৫২ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন। এবার তিনি জয়ী হয়েছেন ৫৮ নম্বর ওয়ার্ড থেকে।
১১৬ এবং ১১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন তারক সিংয়ের মেয়ে কৃষ্ণা সিং ও ছেলে অমিত সিং। দু'জনেই জয় পেয়েছেন।