সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেসের (Congress) সঙ্গে কক্ষ সমঝোতা করতে নারাজ তৃণমূল। এমনকি, কংগ্রেস যদি বিরোধী দলগুলির বৈঠক ডাকে, তাহলে তাতে যোগ দেবে না বাংলার শাসকদল।
তৃণমূল (TMC) সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনে বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন জোড়া ফুলের সাংসদরা। সেই সঙ্গে সমাজবাদী পার্টি, আরজেডি সহ আঞ্চলিক বিরোধী দলগুলির সঙ্গে মিলে ঐক্যবদ্ধ প্রতিবাদ করবেন। কিন্তু কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ TMC।
UP Election 2022: 'খেলা হবে' গানের অনুকরণে গান 'খদেড়া হইবে', তৃণমূলের পথেই সমাজবাদী পার্টির
বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের পর রাজ্যে রাজ্যে কংগ্রেসের নেতারা যোগ দিচ্ছেন জোড়া ফুল শিবিরে। অসম, ত্রিপুরা, গোয়া, হরিয়ানায় কংগ্রেস ভেঙেই বাড়ছে তৃণমূল। ফলে শীতকালীন অধিবেশনে কংগ্রেসকে গুরুত্ব না দিয়ে প্রধান বিরোধী কণ্ঠ হয়ে উঠতে মরিয়া তৃণমূল।