নির্বাচনী খরচেও বাংলার ভোটযুদ্ধে বিজেপিকে টেক্কা দিয়েছে তৃণমূল।
নির্বাচন কমিশনে জমা পড়া হিসেব অনুযায়ী, বাংলার বিধানসভা ভোটে বিজেপি এ বার খরচ করেছে ১৫১ কোটি ১৮ লক্ষ ৬৬ হাজার ৫২১ টাকা। রাজ্যের শাসক দল তৃণমূলের খরচ পরিমাণ এর চেয়েও কিছু বেশি। তারা ব্যয় করেছে ১৫৪ কোটি ২৮ লক্ষ ৮৯ হাজার ৯১৪ টাকা।
এই রাজ্যের অন্য দুই বিরোধী দল সিপিএম ও কংগ্রেস বিজেপি-তৃণমূলের চেয়ে বহু পিছিয়ে। পাঁচ রাজ্য মিলিয়ে কংগ্রেসের খরচের অঙ্ক ৮৪ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ৯৮৬ টাকা। সিপিএমের খরচ হয়েছে ৩২ কোটি ৬৪ লক্ষ ৭৯ হাজার ১১২ টাকা। তার মধ্যে আছে কেরলও, যেখানে এ বার নজির গড়ে টানা দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে বামেরা।
West Bengal Municipal Poll: পুরভোট নিয়ে তৎপরতা শুরু, ১৭ নভেম্বর প্রকাশিত হবে ভোটার লিস্ট
বিজেপি পাঁচ রাজ্যে ভোটের প্রচারে বিপুল খরচ করেছে। অঙ্কের হিসেবে যার পরিমাণ ২৫২ কোটি ২ লক্ষ ৭১ হাজার ৭৫৩ টাকা। এর মধ্যে প্রায় ৬০% অর্থাৎ ১৫১ কোটি টাকাই নরেন্দ্র মোদী, অমিত শাহের দল খরচ করেছে বাংলা দখলের লক্ষ্যে! কিন্তু তৃণমূলের খরচ হয়েছে আরো বেশি।