শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকের পর কলকাতা পুরভোটের (KMC Election) প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস (TMC)। পুরভোটের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। বিকেল চারটের সময় বৈঠকে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিধানসভা নির্বাচনেও তড়িঘড়ি প্রার্থীতালিকা ঘোষণা করেছিল তৃণমূল। উপনির্বাচনেও দেরী করেনি শাসক দল। এবার পুরভোটেও সেই পথেই হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার পুরসভা নির্বাচনে তরুণ প্রজন্ম ও মহিলা প্রার্থীদের প্রাধান্য দিচ্ছে দল। প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারে বেশ কিছু বিধায়কের নাম। বৈঠকে থাকতে পারেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)।
কলকাতা পুরসভার মোট ১৪৪টি কেন্দ্রে নির্বাচন। এরমধ্যে বামশিবির জানিয়ে দিয়েছে তাঁরা ১৬টি ওয়ার্ডে প্রার্থী দেবে না। কংগ্রেসকে সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বামেরা।