ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারির পর সুর আরও চড়াল তৃণমূল। দলের সব সাংসদকে দিল্লি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো ১৫ জনেরও বেশি তৃণমূল সাংসদ দিল্লি পৌঁছচ্ছেন আজ রাতেই। ত্রিপুরার ঘটনার প্রেক্ষিতে আগামী কাল থেকে রাজধানীতে ধর্নায় বসছে তৃণমূল।
দলের পক্ষ থেকে দেখা করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।
আরও পড়ুন, আগরতলায় গ্রেফতার হলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ
তৃণমূলের বার্তা, 'চোখে চোখ রেখে' প্রতিবাদ হবে। রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইট করে লিখেছেন, 'ত্রিপুরায় গুজরাট মডেল' চালু করেছে বিজেপি। তৃণমূল কোনওভাবেই এই ফ্যাসিবাদী বর্বরতা মানবে না।'