ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর। তৃণমূল কর্মী-সমর্থকদের সরাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। এরপর বাহিনীকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছুড়তে শুরু করেন। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।