তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনেই আবারও উত্তপ্ত ত্রিপুরা। তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ।
অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, আজ সকালে দুই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় বিজেপি।
ঘরে ঢুকে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।আগরতলার বাধারঘাট এলাকার ঘটনা। আহত দুই তৃণমূল কর্মীর নাম মজিবর রহমান ও শুভঙ্কর দেব।
ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।