আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস(TMCP foundation day)। ২১ জুলাইয়ের পর ২৮ অগস্ট সেই দিন, যা নিয়ে তৃণমূলের মধ্যে চলে সাজ সাজ রব। ২১ জুলাইয়ের অনুষ্ঠান মিটতেই শুরু হয়ে যায় প্রস্তুতিপর্ব।
কংগ্রেস ভেঙে নতুন দল গড়লেও মমতা এই দিনটিকেই ফি বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস(TMCP foundation day) হিসাবে পালন করেন।আজ বিকেলে কালীঘাট থেকেই ভার্চুয়াল ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো। প্রধান বক্তা দলনেত্রীই।
তবে যুব সভাপতি থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে ওঠা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন ভার্চুয়ালি ভাষণ দিতে পারেন।বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP foundation day)কর্মসূচি পালিত হবে। আগরতলায় একটি মিছিল করার কথা তৃণমূল কংগ্রেসের।
পাশাপাশি সে রাজ্যে আটটি জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল-বক্তব্য শোনানোর ব্যবস্থাও করা হবে বলে সূত্রের খবর