আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাঙালির ঘরে ঘরে শুরু হয়েছে আরাধনার প্রস্তুতি। সকাল থেকেই লম্বা লাইন মিষ্টির দোকানে। উপচে পড়ছে বাজার। তবে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাজার কার্যত অগ্নিমূল্য। ফলের দাম আকাশছোঁয়া। তবে তার মধ্যেও বাঙালির অন্যতম শ্রেষ্ঠ ঘরোয়া উৎসবের প্রস্তুতি চলছে।
Metro Rail: কোজাগরী লক্ষ্মীপুজোয় চলবে অতিরিক্ত ট্রেন, জানাল কলকাতা মেট্রো
শহরের রাজপথের ধারে, ফুটপাথ জুড়ে বিক্রি হচ্ছে সারি সারি লক্ষ্মীপ্রতিমা। ঘরে ঘরে আলপনা দেওয়ার প্রস্তুতি। উৎসবের মরশুম প্রায় শেষ হয়ে এল। তার আগে ধনসম্পদ, যশের দেবীকে আকুল প্রার্থনায় ডাকবে বাঙালি।