শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। আজ, সোমবার মহাষষ্ঠী, দেবীর বোধনের দিন। দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো শুরু করেছিলেন রাম চন্দ্র। সেই থেকেই নাকি চলে আসছে ষষ্ঠীতে বোধনের রীতি।
বোধনের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় বলে বিশ্বাস। প্রচলিত ধারণা অনুযায়ী এ দিনই স্বর্গ থেকে মর্ত্যে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তাঁর চার সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এদিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয়।
পঞ্চমীর বিকেল থেকেই বাংলার নানা জেলায় নামতে শুরু করেছে মানুষের ঢল। রবিবার থেকেই উঠেছে নাইট কারফিউও। মন্ডপের ভেতর দর্শকের প্রবেশানুমতি না থাকলেও মণ্ডপের বাইরে ভালোই ভিড় ছিল পঞ্চমীতে।