টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) গাড়ি থেকে চুরির অভিযোগ । তাও আবার লক করা গাড়ি থেকে চুরি গেল অভিনেতার গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা । এদিন সকালে, ভবানীপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে জিমের বাইরে পার্ক করা ছিল সাহেবের গাড়ি । সেখান থেকেই অভিনেতার ভোটার কার্ড, আধার কার্ড-সহ নগদ টাকা চুরি হয়েছে ।
সাহেবের দাবি, গাড়ি পুরো লক করা ছিল । গাড়ির কাঁচও তোলা ছিল । এমনকী, জিম থেকে বেরিয়ে এসে গাড়ির কাঁচও ভাঙা পাননি অভিনেতা । লক ভাঙা হয়েছিল কি না সেই বিষয়েও নিশ্চিত নন । তাহলে দিনেরবেলায় কীভাব লক করা গাড়ি থেকে চুরি হল, সেটাই ভেবে পাচ্ছেন না সাহেব ।
Rituparna Sengupta : লন্ডনেই পরিবারের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন ঋতুপর্ণা, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ
এই বিষয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সাহেব ভট্টাচার্য । লক করা গাড়ি থেকে কীভাবে চুরি, সমস্তটা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ ।