দেনার দায়ে স্ত্রী-পুত্রকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যবসায়ী। উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘটনা। এই ঘটনার তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন পোশাক ব্যবসায়ী সমীর কুমার গুহ। লকডাউনে প্রচুর দেনা হয়ে যায় তাঁর। বেশ কিছুদিন ঘর ছেড়ে বেরচ্ছিলেন না তিনি। শুক্রবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয়রা খবর দেন খড়দহ থানায়। পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় স্ত্রী ঝুমা গুহ (৪৮) ও ছেলে বাবাই গুহ (২৩) ধারালো অস্ত্রের আঘাতে মৃত। সমীরবাবুর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। উদ্ধার হয়েছে সমীরবাবুর সুইসাইড নোট। তাতে সম্পত্তি বিক্রি করে দেনা শোধ করতে বলেছেন তিনি।