উত্তরাখণ্ডে মৃত ৬ বাঙালি পর্যটকের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর রাজ্য প্রশাসন। উত্তরাখন্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে নবান্নের তরফ থেকে। ট্রেকিংয়ে গিয়ে মৃত অভিযাত্রীদের দেহ রাজ্যে ফেরানোর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
যত সময় গড়াচ্ছে, ততই লাশের পাহাড় জমছে উত্তরাখন্ডের ঐ এলাকায়। বাগেশ্বর জেলায় আবহাওয়া খারাপ থাকার কারণে সকালে অপারেশন শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল সাড়ে সাতটায় অপারেশন শুরু করার কথা ছিল।
১১ জন পর্বতারোহীর মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল আগেই। বাকি ৯ জনের মধ্যে ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁরা কোথায়, কী অবস্থায় আছেন, তা জানতে চলছে উদ্ধারকাজ।